thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর ফলাফল প্রত্যাখ্যান

২০১৪ জানুয়ারি ০৭ ০১:২৪:০৭
বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর ফলাফল প্রত্যাখ্যান

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ শরণখোলা) আসনের স্বতন্ত্র প্রার্থী ড. আব্দুর রহিম খান ভোটের ফল প্রত্যাখ্যান করেছেন। সোমবার সন্ধ্যা তার নিজ বাসভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে ফলাফল প্রত্যাখ্যানের সিদ্ধান্ত জানান।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম খান বলেন, ‘৫ জানুয়ারি অনুষ্ঠিত ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। প্রভাব ও পেশীশক্তি খাটানো হয়েছে। সাধারণ ভোটাররা ভোট দিতে গিয়েও ফিরে এসেছে। প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করা হয়েছে। অনেক ভোটারকে মারধর করা হয়েছে। প্রশাসনের ভূমিকা ছিল অনেকটাই রহস্যজনক। বহু কেন্দ্র থেকে আমার এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। পরিকল্পিতভাবে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট দিতে বাধ্য করা হয়েছে। এসব কারণে আমি কথিত ওই অবাধ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছি।’

রহিম খান লিখিত বক্তব্যে আরো জানান, ‘নির্বাচনের কয়েকদিন আগে থেকেই আমার কর্মী সমর্থকদেরকে মারধর, হুমকি প্রদান, ভোটকেন্দ্রে প্রভাব খাটানোর বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমি ও আমার পক্ষে যথাযথ নিয়মে লিখিতভাবেই অভিযোগ দাখিল করেছিলাম। কিন্তু সুনির্দিষ্ট ওই সকল অভিযোগের প্রেক্ষিতি নির্বাচনী কর্মকাণ্ডে জড়িত প্রশাসনের লোকজন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি। প্রশাসনের লোকজন অস্ত্রসহ অবৈধভাবে সদলবলে মহড়াদানকালে দৈবজ্ঞহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ফকিরকে আটক করে, ৬ রাউন্ড এলজি কার্তুজসহ অস্ত্র জব্দ করে ঘণ্টাখানেকের মধ্যে তা আবার ছেড়ে দেয়। রবিবার ভোটের ফলাফল আসতে শুরু করলেই নৌকা প্রতীকের সন্ত্রাসী বাহিনী উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান জিমির নেতৃত্বে সন্ধ্যা ৭টার দিকে কৃষিব্যাংক রোড়স্থ আমার প্রধান নির্বাচনী অফিস, বাসভবন ও নির্বাচনে ব্যবহৃত মাইক্রোবাসে হামলা ভাঙচুর ও লুটপাট চালায়।’

(দ্য রিপোর্ট/জেএইচবি/জেএম/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর