thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ মে 24, ১৯ বৈশাখ ১৪৩১,  ২৩ শাওয়াল 1445

৩ মিলিয়ন ‘এক্সবক্স ওয়ান’ বিক্রি

২০১৪ জানুয়ারি ০৭ ০৪:০৮:২৩
৩ মিলিয়ন ‘এক্সবক্স ওয়ান’ বিক্রি

দ্য রিপোর্ট ডেস্ক : মাইক্রোসফটের ভিডিও গেম কনসোল ‘এক্সবক্স ওয়ান’ বছর শেষ হওয়ার আগেই ৩ মিলিয়ন ইউনিটেরও বেশি বিক্রি হয়েছে। খবর এপি, দ্য নিউজিল্যান্ড হেরাল্ড ও গেমস্পট ডটকমের।

এক্সবক্সের স্ট্রাটেজি এন্ড মার্কেটিং বিভাগের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মেহেদী সোমবার সংবাদমাধ্যমকে জানান, ‘বছর শেষ হতে না হতেই ১৩টি দেশে ৩ মিলিয়ন ইউনিটেরও বেশি বিক্রি হয় এক্সবক্স ওয়ান।’

২০১৩ সালের ২২ নভেম্বর বাজারে এক সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানী, আয়ারল্যান্ড, ইতালি, মেক্সিকো এবং নিউজিল্যান্ডের বাজারে ছাড়া হয় এক্সবক্স ওয়ান।

বাজারে আসার আঠারো দিনের মাথায় ২ মিলিয়ন ইউনিট বিক্রি করেছিল এক্সবক্স ওয়ান।

মাইক্রোসফট-এর এক্সবক্স ওয়ানের প্রতিদ্বন্দ্বী সনি’র প্লে স্টেশন ফোর। ডিসেম্বরের শুরুতে তারা প্লে স্টেশনের ২.১ মিলিয়ন ইউনিট বিক্রির খবর জানিয়েছিল। কিন্তু মাইক্রোসফটের সাম্প্রতিক তথ্যের ওপর ভিত্তি করে সনি এখনও কিছু জানায়নি। তবে এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিতব্য ‘কনজুমার ইলেকট্রনিকস শো’-এ বছর শেষের বিক্রি তথ্য প্রকাশ করতে পারে।

এদিকে ইউসুফ মেহেদী আরও বলেন, ‘আমরা সবাই এক্সবক্স ওয়ানকে সঙ্গে নিয়ে গেম ও বিনোদনের নতুন যুগে প্রবেশ করেছি।’

(দ্য রিপোর্ট/আইএফ/জেএম/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর