thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

হরতাল-অবরোধে বেকার নীলফামারীর ৫ হাজার পরিবহন শ্রমিক

২০১৪ জানুয়ারি ০৭ ০৪:৫১:৪৮
হরতাল-অবরোধে বেকার নীলফামারীর ৫ হাজার পরিবহন শ্রমিক

নীলফামারী সংবাদদাতা : টানা অবরোধ ও হরতালে পুরোপুরি বেকার হয়ে পড়েছেন নীলফামারী জেলার পাঁচ হাজার পরিবহন শ্রমিক। দিন এনে দিন খাওয়া এসব পরিবহন শ্রমিকের ঘরে এখন ঠিকমত চুলাও জ্বলছে না। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা। জীবিকার তাগিদে কেউ কেউ অন্য কাজ খুঁজে নিলেও বেশিরভাগ শ্রমিককে ধার-দেনা করে সংসার চালাতে হচ্ছে।

নীলফামারীর সৈয়দপুর বাস টার্মিনাল শ্রমিক অফিস সুত্র জানায়, সংগঠনের আওতায় নীলফামারী জেলায় ৫ হাজার পরিবহন শ্রমিক রয়েছেন। এরমধ্যে কার্ডধারী রয়েছেন প্রায় তিন হাজার। এদের মধ্যে দুরপাল্লার পরিবহন ও স্থানীয় এবং আঞ্চলিক বাসের চালকদের সংখ্যা প্রায় আটশ। আর বাকিদের মধ্যে হেলপার, সুপারভাইজার এবং বিভিন্ন বাসস্ট্যান্ডের পেশাদার কুলি, চেইন মাস্টার ও টিকিট বুকিং ছাড়াও রয়েছেন প্রায় অর্ধশতাধিক পঙ্গু শ্রমিক। এরা সকলেই পরিবহন ব্যবস্থার উপর নির্ভরশীল।

সড়কে বাস কিংবা কোচ চললে চুলোয় হাড়ি উঠে, না হলে খেয়ে না খেয়ে দিন কাটাতে হয় তাদের পরিবারকে। সৈয়দপুর বাস টার্মিনালের পঙ্গু শ্রমিক রবিউল ইসলাম জানান, আমি তো কোন কাজই করতে পারি না। সংগঠন আমাকে প্রতিদিন এখান আসলে একজন শ্রমিকের মজুরি দেয়। আর এতেই স্ত্রী সন্তানসহ মাকে নিয়ে কোন রকম দিনযাপন করি। কিন্তু অবরোধের কারণে একবারে কোনরকম খেয়ে না খেয়ে দিন কাটছে। আর অভাব মেটাতে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে চলছে সংসার। পরিবহনের আয় না থাকায় ঋণ পরিশোধে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সৈয়দপুর থেকে ঢাকাগামী নাদের পরিবহনের চালক নিজাম উদ্দিন জানান, আমাদের কোন মাসিক বেতন নেই। হাত বদল করে সপ্তাহে ১ থেকে ২টি ডিউটি। এভাবে মাসে ৪ থেকে ৫ হাজার টাকা আয় হয়। আর একটানা প্রায় ২ মাসেরও বেশি অবরোধের কারণে সংসার চালানো তো দুরের কথা, দু বেলা খাবার জোগাড় করা মুশকিল।

মিঠু নামে পরিবহন শ্রমিক জানান, আমি সৈয়দপুর-বগুড়া রুটের গেটলক মিনিবাসের চালক। টানা অবরোধের কারণে বাস চলাচল বন্ধ। কিন্তু এখন পরিবারের ব্যয় যোগাতে অটোরিকশা চালাতে হচ্ছে।

হরতাল ও অবরোধের কারণে একই অবস্থা সৈয়দপুর ঢাকা স্ট্যান্ডের কুলি আনোয়ার হোসেন, আব্দুর রহিম, অহির আলী, নীলফামারী কাজিরহাটের নজরুল ইসলামসহ হাজার হাজার শ্রমিকের এবং তাদের পরিবারের।

সৈয়দপুর সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মমতাজ আলী জানান, দেশের ক্ষমতা দখলের লড়াইয়ে রাজনৈতিক নেতারা নিজেদের ফায়দা লুটছেন। মাঝখানে আমাদের যাতাকলে পিষ্ট করা হচ্ছে। এভাবে অবরোধ চলতে থাকলে পরিবহন শ্রমিকরা না খেয়ে মারা যাবে।

(দ্য রিপোর্ট/এমএ/জেএম/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর