thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

২০১৪ জানুয়ারি ০৭ ০৮:৩৪:৫১
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ সংবাদদাতা : ঘন কুয়াশার কারণে দেশের দক্ষিণ- পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সংযোগস্থল পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। সোমবার রাত ১২টায় ফেরি চলাচল বন্ধ হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত বন্ধ রয়েছে।

ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় পাড়ে আটকা পড়ে আছে শত শত পণ্যবাহী ট্রাক, বাস ও মিনিবাস।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের ডিজিএম বিদ্যুৎ কুমার সাহা জানান, সন্ধ্যার দিকে তেমন কুয়াশা ছিল না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা বেশি পড়তে থাকে। পরে রাত ১২টায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এসময় পাটুরিয়া ঘাট এলাকায় ৮টি ও দৌলতদিয়া ঘাট এলাকায় ২টি ফেরি পারাপারের অপেক্ষায় ছিল।

তিনি আরো জানান, কুয়াশা কমে গেলে সকালে আবার ফেরি চলাচল শুরু হবে।

বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের সহকারী ম্যানেজার (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ করা হয়। সকালে কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু করা হবে।

(দ্য রিপোর্ট/এসইউএস/জেএম/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর