thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

ঢাকা মেডিকেলে এক ব্যক্তির আত্মহত্যা

২০১৪ জানুয়ারি ০৭ ০৮:৫৬:১০ ২০১৪ জানুয়ারি ০৭ ১১:০৫:০০
ঢাকা মেডিকেলে এক ব্যক্তির আত্মহত্যা

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবনির্মিত ভবনের ৬ তলা থেকে লাফিয়ে পড়ে মো. হাফিজ নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। প্রেমে ব্যর্থতার কারণে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

হাফিজের ভাই আল আমিন জানায়, তাদের বাড়ি নারায়ণগঞ্জে। সেখানকার একটি গার্মেন্টসে সে সুতা কাটার কাজ করতো। প্রেমে ব্যর্থতার কারণে গত ৫ তারিখ দুপুরে সে বিষ জাতীয় দ্রব্য পান করে। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবনির্মিত ভবনের ছয় তলার ৬০১ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সোমবার রাত ১০টার দিকে হাফিজের জ্ঞান ফেরে। রবিবার ভোর সাড়ে ছয়টার দিকে সবার অগোচরে সে ছয় তলার বারান্দা থেকে ঝাঁপ দেয়। পরে তাকে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়। সকাল ১০টায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক হাফিজের আত্মহত্যার প্রচেষ্টার বিষয়টি নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/ এসআর/ এমডি/ জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর