thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

পাবনায় ২৯ পেট্রোলবোমা ও ১২ ককটেল উদ্ধার

২০১৪ জানুয়ারি ০৭ ০৯:১৬:২৬
পাবনায় ২৯ পেট্রোলবোমা ও ১২ ককটেল উদ্ধার

পাবনা সংবাদদাতা : পাবনা সদর থানার চাটমোহরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৯টি পেট্রোলবোমা, ১২টি ককটেল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার রাত ২টার দিকে এ অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এবিএম ফারুকুজ্জামান পিএসসি বলেন, ‘চাটমোহর উপজেলার কুমারগাড়া গ্রামে বিস্ফোরক দ্রব্য পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানে ওই গ্রামের ভোলা হালদারের বাড়ির পিছনে ছাইয়ের মধ্যে থেকে ২৯ টি পেট্রোলবোমা, ১২ টি ককটেল, বন্দুকের ৪ রাউন্ড গুলি ও ৩টি বারুদ রাখার পাইপ উদ্ধার করা হয়।’ তবে এ সময় কাউকে আটক করা হয়নি বলে জানায় র‌্যাব।

(দ্য রিপোর্ট/এসআর/এমসি/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর