thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

রাজশাহীতে মহিলা দলের মিছিলে জলকামান

২০১৪ জানুয়ারি ০৭ ১০:১২:৩৩
রাজশাহীতে মহিলা দলের মিছিলে জলকামান

রাজশাহী সংবাদদাতা : রাজশাহী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের মিছিলে জলকামান ব্যবহার করেছে পুলিশ। এ ছাড়াও নগরীর নিউমার্কেট এলাকায় মিছিলের চেষ্টাকালে রাবার বুলেট ছুড়ে হরতালকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। অপর এক ঘটনায় বিএনপি নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর ফায়ার সার্ভিস মোড় থেকে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে জেলা মহিলা দল। এতে নেতৃত্ব দেন জেলা মহিলা দলের সভাপতি রোকসানা বেগম টুকটুকি। মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাহেববাজার জিরো পয়েন্টে আসার চেষ্টা করলে পুলিশ জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশি বাধার মুখে মিছিলটি আবারও ফায়ার সার্ভিস মোড়ে ফিরে যায়।

এদিকে সকাল পৌনে ৯টার দিকে নগরীর লক্ষ্মীপুর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে রাজপাড়া থানা বিএনপি। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজিহাটা এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় পুলিশ এগিয়ে আসলে বিএনপি নেতাকর্মীরা একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

অন্যদিকে, সকাল ৮টার দিকে নগরীর নিউমার্কেট এলাকায় মিছিলের চেষ্টা করে ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা। এ সময় পুলিশ রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ছাড়াও সকাল সাড়ে ৭টার দিকে নগরীর কড়ইতলা বাইপাশে শিবিরকর্মীরা রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে ও ইট-পাটকেল ফেলে পিকেটিং করে।

রাজশাহীর উপ-পুলিশ কমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী বলেন, নগরীব বিভিন্নস্থানে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ১৮ দলের নেতাকর্মীরা। তবে কোন নাশকতার ঘটনা ঘটেনি। এ ছাড়াও এ সব ঘটনায় পুলিশ খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে গিয়ে হরতালকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমডি/সা/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর