thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

‘বিরোধীদলীয় নেত্রীর দাবি প্রলাপ ছাড়া কিছুই নয়’

২০১৪ জানুয়ারি ০৭ ১১:৩২:১৬
‘বিরোধীদলীয় নেত্রীর দাবি প্রলাপ ছাড়া কিছুই নয়’

কুষ্টিয়া সংবাদদাতা : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, কুষ্টিয়া-৩ আসন থেকে বিজয়ী সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘নির্বাচন বাতিল করে সংলাপে বসতে হবে বিরোধীদলীয় নেত্রীর এমন দাবি প্রলাপ বকা ছাড়া আর কিছুই নয়।’

মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহরে নিজবাসায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা বহুবার তাদের সংলাপে বসার আহ্বান জানিয়েছিলাম, বেগম খালেদা জিয়া সেই আহ্বানে সাড়া দেননি। জামায়াত-শিবিরকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানোর স্বপ্ন তার বাস্তবায়ন হয়নি, যার জন্য বিরোধীদলীয় নেত্রী প্রলাপ বকছেন।’

গত তিন মাস ধরে সারাদেশে লাগাতার বোমাবাজি আর অগ্নিসংযোগ করে গাড়ি জ্বালিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে বেগম খালেদা জিয়া নির্বাচন বন্ধের চেষ্টা করেও পারেননি। জনগণ সব আতঙ্ক উপেক্ষা করে ভোট দিয়ে প্রমাণ করেছেন তারা বিএনপির সহিংসতা, নাশকতা গ্রহণ করেননি, প্রত্যাখ্যান করেছেন বলে জানান তিনি।

হানিফ আরও বলেন, ‘নির্বাচন শেষ হয়েছে। এরপর সরকার গঠন করে তারা কার্যক্রম চালাবে। ভবিষ্যতে একাদশ সংসদ নির্বাচন কিভাবে কোন রূপরেখায় করা যেতে পারে চাইলে সেটা নিয়ে বিরোধীদলীয় নেত্রী সংলাপে বসতে পারেন।’

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি হাজী রবিউল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে কুষ্টিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মাহবুব-উল আলম হানিফ।

(দ্য রিপোর্ট/এফএপি/এমসি/এএল/জানুয়ারি ৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর