thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার ১৫

২০১৪ জানুয়ারি ০৭ ১১:৪০:১১
ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার ১৫

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : জেলায় হরতাল ও অবরোধে নাশকতার চেষ্টার অভিযোগে বিভিন্ন মামলায় বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। সোমবার রাত ১টা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, হরতাল ও অবরোধে নাশকতার অভিযোগে ও বিভিন্ন মামলায় সদর, আশুগঞ্জ, সরাইল, নাসিরনগর, কসবা, নবীনগর, আখাউড়া ও বিজয়নগর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও প্রতি রাতেই যৌথবাহিনীর অভিযান অব্যাহত আছে।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা পুলিশ বিশেষ শাখার অফিসার ইনচার্জ মো. মাইনুদ্দিন বলেন, ‘হরতাল ও অবরোধে নাশকতা ঘটানোর অভিযোগ ও বিভিন্ন মামলায় বিএনপি জামায়াতের ১৫ নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী।’

(দ্য রিপোর্ট/এসকে/এমসি/এএল/জানুয়ারি ৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর