thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজার

২০১৪ জানুয়ারি ০৭ ১১:৪৭:৫৮
ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজার

দ্য রিপোর্ট প্রতিবেদক: একটানা চার কার্যদিবস পর সোমবার দেশের উভয় বাজারে দর পতন হলেও এক দিনের ব্যবধানে ঊর্ধ্বমুখী প্রবণতা ফিরেছে। মঙ্গলবার দিনের শুরু থেকে ঊর্ধ্বমুখী রয়েছে পুঁজিবাজার। দিনের প্রথম ঘণ্টায় অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

সকাল সাড়ে ১১টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৩১৯ পয়েন্ট। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৩টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ১০২ কোটি ৪৫ লাখ ২৫ হাজার টাকা।

সোমবার ডিএসইর ব্রড ইনডেক্স ৪২৯৬ পয়েন্টে অবস্থান করে। এদিন ডিএসইতে লেনদেন হয় ৩১৫ কোটি ৬২ লাখ টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক সকাল সাড়ে ১১টায় ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৪৭৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৯ কোটি ৩৯ লাখ টাকা।

(দ্য রিপোর্ট/এইচকে/এএল/জানুয়ারি ৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর