thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

ফেনীতে পেট্রোল বোমায় প্রাণ হারাল কাভার্ডভ্যান চালক

২০১৪ জানুয়ারি ০৭ ১২:১৪:৩০
ফেনীতে পেট্রোল বোমায় প্রাণ হারাল কাভার্ডভ্যান চালক

ফেনী সংবাদদাতা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়া যাত্রাসিদ্দি নামক স্থানে সোমবার গভীর রাতে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমায় কাভার্ডভ্যান চালক শাহ আলম (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আল আমিনকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চট্টগ্রাম থেকে গার্মেন্টস সামগ্রী নিয়ে কাভার্ডভ্যানটি ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। সোমবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়া যাত্রাসিদ্দি নামক স্থানে পৌঁছলে দুর্বৃত্তরা কাভার্ডভ্যানটি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে। সঙ্গে সঙ্গে পুরো কাভার্ডভ্যানে আগুন ছড়িয়ে পড়ে। চালক শাহ আলম ও হেলপার আল আমিন নিজেদের বাঁচানোর জন্য গাড়ি থেকে লাফ দেয়। অগ্নিদগ্ধ দুজনকে পুলিশ ফেনী জেলা সদর হাসপাতালে নেয়ার পথে চালক শাহ আলম মারা যায়। হেলপার আল আমিনকে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ফেনী জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মহি উদ্দিন সোহেল জানান, চালক শাহ আলমের মুখমণ্ডলসহ পুরো শরীর ঝলসে যায়। হেলপার আল আমিনের মুখমণ্ডল অগ্নিদগ্ধ হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/ আরআর/ এমডি/এএল/জানুয়ারি ৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর