thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

২০১৪ জানুয়ারি ০৭ ১২:১৮:০৭
দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ২নং সেক্টরে এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) কমপ্লেক্স মাঠ থেকে পুলিশ কনস্টেবল রাসেল মিয়ার (২৮) মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

রাসেল মিয়া ক্যান্টনমেন্ট থানার টেলিকম পুলিশ হিসেবে কাজ করতেন। তার বাবার নাম ওয়াসিমউদ্দিন। গ্রামের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ী থানার চরশাখাদিয়া গ্রামে।

পূর্ব থানার উপ-পরিদর্শক হেলালউদ্দিন জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে রাসেল মিয়া মাঠে বসে ছিলেন। এমন সময় এপিবিএনের একটি রিক্যুইজিশন গাড়ি দ্রুতগতিতে ঘুরানোর সময় রাসেল মিয়াকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

(দ্য রিপোর্ট/এসআর/এফএস/এমসি/এএল/জানুয়ারি ৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর