thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

শিক্ষা প্রতিষ্ঠানে হামলা জঘন্য, বর্বরোচিত : শিক্ষামন্ত্রী

২০১৪ জানুয়ারি ০৭ ১২:২৩:৩৮
শিক্ষা প্রতিষ্ঠানে হামলা জঘন্য, বর্বরোচিত : শিক্ষামন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক : শিক্ষা প্রতিষ্ঠানের ওপর হামলাকে জঘন্য, বর্বরোচিত বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

দশম সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আগে নাশকতায় ক্ষতিগ্রস্ত ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন ফায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে মঙ্গলবার তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, `ভোটকেন্দ্র তো এক দিনের জন্য, স্কুল-কলেজ তো চিরদিনের। এগুলো রক্ষা করতে হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এসএম আশরাফুল ইসলাম ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ।

উল্লেখ্য, শুক্রবার রাত থেকে ভোটগ্রহণের দিন রবিবার বিকেল পর্যন্ত সারাদেশে ভোটকন্দ্র হিসেবে ব্যবহৃত দেড়শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে এ সব শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ার-টেবিলসহ বিভিন্ন মূল্যবান জিনিস ও কাগজপত্র পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারাদেশের মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করে ১৩ জানুয়ারির মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির প্রতিবেদন পাওয়ার পর ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সংস্কারের ব্যবস্থা করা হবে বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এসআর/এমডি/এএল/জানুয়ারি ৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর