thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

অগ্নিদগ্ধ প্রিসাইডিং অফিসারকে দেখতে ঢামেকে নির্বাচন কমিশনার

২০১৪ জানুয়ারি ০৭ ১২:৫২:০৬
অগ্নিদগ্ধ প্রিসাইডিং অফিসারকে দেখতে ঢামেকে নির্বাচন কমিশনার

দ্য রিপোর্ট প্রতিবেদক : গাইবান্ধার গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রে দায়িত্বরত অগ্নিদগ্ধ প্রিসাইডিং অফিসার সাইদুল ইসলামকে দেখতে মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যান প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিনসহ চার কমিশনার।

৫ জানুয়ারি ভোটগণনা শেষে মালপত্র নিয়ে উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ফেরার পথে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমায় তিনি অগ্নিদগ্ধ হন। এতে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। তাৎক্ষণিক তাকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

সহিংসতার কারণে গাইবান্ধার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. জহুরুল ও পুলিশ সুপার সাজিদ হোসেনকে বদলি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএইচ/এমসি/শাহ/জানুয়ারি ৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর