thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

পুরান ঢাকায় ছাত্রদলের মিছিল, ককটেল বিস্ফোরণ

২০১৪ জানুয়ারি ০৭ ১২:৫৮:৩৬
পুরান ঢাকায় ছাত্রদলের মিছিল, ককটেল বিস্ফোরণ

দ্য রিপোর্ট প্রতিবেদক : পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় মঙ্গলবার সকালে ছাত্রদল মিছিল বের করে। এ সময় মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ দুই রাউন্ড গুলি ছুড়েছে বলে অভিযোগ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। তবে পুলিশ এ ব্যাপারে কিছুই জানে না বলে জানিয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না দ্য রিপোর্টকে বলেন, মঙ্গলবার সকাল সোয়া ১১টায় লক্ষ্মীবাজার ডিআইপি মার্কেট থেকে ছাত্রদল কর্মীরা একটি মিছিল বের করে। মিছিলটি মহানগর মহিলা কলেজের সামনে এলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় সূত্রাপুর থানা পুলিশ দুই রাউন্ড গুলি ছুড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদল কর্মীরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

তবে এ ব্যাপারে কিছুই জানেন না বলে দ্য রিপোর্টকে জানিয়েছেন সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান।

(দ্য রিপোর্ট/এলাআরএস/এফএস/এমডি/শাহ/জানুয়ারি ৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর