thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

চট্টগ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৮

২০১৪ জানুয়ারি ০৭ ১৩:০২:০৭
চট্টগ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৮

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের বাঁশখালীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় কমপক্ষে ৮ জন আহত হয়েছে। এ সময় জামায়াত-শিবিরকর্মীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগকর্মীদের সংঘর্ষ এবং গুলির ঘটনা ঘটেছে।

সংঘর্ষে আহত রং মিস্ত্রী মোহাম্মদ এহছানকে (২৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং শফিকুর রহমান (৭০), বদি আলম (৬২), আবুল হোসেন (৬৫), আনিসুর রহমান (২৮) ও আনছার সদস্য আবদুস সত্তারকে (২৫) বাঁশখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার রাত ১১টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত সংঘর্ষ চলে। বাঁশখালী থানার ওসি কামরুল ইসলাম জানান, ভোট দেওয়ার কারণে শেখেরখীলের আওয়ামী লীগ সমর্থক শফিকুর রহমানকে ধরে নিয়ে মারধর করে জামায়াত-শিবিরকর্মীরা। একইভাবে আনছার সদস্য আবদুস সত্তারকেও শিবিরকর্মীরা মারধর করেন।

এর রেশ ধরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলে সকাল পর্যন্ত। সংঘর্ষে ৮ জন আহত হয়। উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে। পুলিশ অভিযান চালাচ্ছে।

(দ্য রিপোর্ট/কেএইচ/এমসি/এএল/জানুয়ারি ৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর