thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

চট্টগ্রামে পুলিশের গাড়িতে ককটেল, আটক ৬

২০১৪ জানুয়ারি ০৭ ১৩:৩৮:০৫
চট্টগ্রামে পুলিশের গাড়িতে ককটেল, আটক ৬

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রাম আসকারদিঘীর পাড় এলাকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে ৫টি ককটেল নিক্ষেপ করে শিবিরকর্মীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় ৬ জনকে আটক করেছে।

নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারি কমিশনার মীর্জা সায়েম মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, শিবিরের মিছিলে ধাওয়া দিলে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে ককটেলগুলো গাড়িতে পড়েনি। ঘটনার পর কাজির দেউড়িসহ আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে শিবিরকর্মী সন্দেহে ৬ জনকে আটক করেছে পুলিশ।

এদিকে, সকাল ১১টার দিকে বাকলিয়া এলাকায় ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবির। মিছিল থেকে ৩টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়।

(দ্য রিপোর্ট/কেএইচ/এফএস/এমডি/সা/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর