thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

আড়াই ঘণ্টায় লেনদেন সোয়া তিনশ কোটি টাকা

২০১৪ জানুয়ারি ০৭ ১৩:৫০:০৫
আড়াই ঘণ্টায় লেনদেন সোয়া তিনশ কোটি টাকা

দ্য রিপোর্ট প্রতিবেদক: একটানা চার কার্যদিবস পর সোমবার দেশের উভয় বাজারে দর পতন হলেও এক দিনের ব্যবধানে উর্ধমুখী প্রবণতা ফিরেছে। মঙ্গলবার দিনের শুরু থেকে উর্ধমুখী রয়েছে পুঁজিবাজার। টাকার অংকে লেনদেন তুলনামূলক বেশি।

দুপুর আড়াইটা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৩২৯ পয়েন্ট। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ২৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৫টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৩১২ কোটি ৯৫ লাখ ৯৭ হাজার টাকা।

সোমবার ডিএসইর ব্রড ইনডেক্স ৪২৯৬ পয়েন্টে অবস্থান করে। এ দিন ডিএসইতে লেনদেন হয় ৩১৫ কোটি ৬২ লাখ টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক দুপুর আড়াইটা ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৪৯৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭৫টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৩০ কোটি ৩৬ লাখ টাকা।

(দ্য রিপোর্ট/এইচকে/সা/জানুয়ারি ৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর