thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

‘তারেক বিদেশ থেকে ফতোয়া দিচ্ছে’

২০১৪ জানুয়ারি ০৭ ১৩:৫০:০৮
‘তারেক বিদেশ থেকে ফতোয়া দিচ্ছে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘তারেক বিদেশ থেকে ফতোয়া দিচ্ছে। মা (খালেদা জিয়া) বলে আলোচনার কথা আর ছেলে (তারেক) বলে কোনো আলোচনা নয়।’

বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী সমর্থক গোষ্ঠী আয়োজিত হরতালবিরোধী এক মানববন্ধনে মঙ্গলবার তিনি এ সব কথা বলেন।

তারেকের ভোট রুখে দেওয়ার আহ্বানের সমালোচনা করে মায়া বলেন, ‘জনগণ তাদের কথায় সাড়া না দিয়ে প্রমাণ করেছেন, তারা জনবিচ্ছিন্ন।’

‘প্রমাণ হয়েছে ষড়যন্ত্র করে কখনও নির্বাচন প্রতিহত করা যায় না’ বলে মন্তব্য করে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘আমি ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের আহ্বানে সাড়া দিয়ে ভোট দেওয়ার জন্য ঢাকাবাসী ও দেশবাসীকে অভিনন্দন জানাই।’

নির্বাচন প্রসঙ্গে নগর আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘শেখ হাসিনা দৃঢ়ভাবে সংবিধান মোতাবেক দায়িত্ব পালন করছেন। সারাদেশে নির্বাচন ছিল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। আর এ নির্বাচনে যারা ভোট দিয়েছেন, তারা বিপ্লবী ও ভোটে বিশ্বাসী।’

বিরোধী জোটের হরতাল ও অবরোধ প্রসঙ্গে তিনি বলেন, ‘আজ (মঙ্গলবার) ঢাকাবাসী ও দেশবাসী হরতাল-অবরোধ ভেঙ্গে রাস্তায় নেমে এসেছে। দেশবাসী আর হরতাল চায় না। বিএনপি-জামায়াত যুদ্ধাপরাধীদের বাঁচাতে মানুষের ওপর হরতাল-অবরোধের মতো কর্মসূচি চাপিয়ে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মায়া বলেন, ‘সরকার ও বাংলার মানুষ থাকতে কেউ যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে পারবে না।’

এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজ প্রমুখ।

(দ্য রিপোর্ট/এইউএ/এমডি/শাহ/জানুয়ারি ৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর