thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

সিলেটে পুলিশি বাধায় বিএনপির মিছিল-সমাবেশ পণ্ড

২০১৪ জানুয়ারি ০৭ ১৪:১১:৫৫
সিলেটে পুলিশি বাধায় বিএনপির মিছিল-সমাবেশ পণ্ড

সিলেট অফিস : সিলেটে পুলিশের বাধার মুখে পালিয়ে গেছেন বিএনপি নেতাকর্মীরা। নির্ধারিত সময়ে মিছিল-সমাবেশ করার কথা থাকলেও পুলিশের মারমুখী আচরণে বিএনপি নেতাকর্মীরা স্থান ত্যাগ করেন। নগরীর বন্দর বাজার এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদী অভিযোগ করেন, কোনো কিছু বুঝে ওঠার আগেই পুলিশ নেতাকর্মীদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে।

তিনি দ্য রিপোর্টকে বলেন, ‘পুলিশ বিনা উস্কানিতে বিএনপির শান্তিপূর্ণ মিছিল-সমাবশে গুলি ছুড়ে পণ্ড করে দিয়েছে। এ ছাড়া পুলিশ তাদের মিছিল থেকে তিনজনকে আটক করে নিয়ে যায়।’

এদিকে এসএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আয়ুব দ্য রিপোর্টকে বলেন, ‘বিএনপির মিছিলে বিভিন্ন মামলার আসামি শিবির ক্যাডাররা ছিল। যারা নাশকতা করতে পারে বলে পুলিশ আশঙ্কা করে। তাই তাদের বলেছি নাশকতাকারীদের মিছিল থেকে বের করে দিতে। কিন্তু বিএনপি নেতারা তা আমলে নেননি। তাই তাদের ধাওয়া দিয়ে ৮ রাউন্ড শটগানের গুলি ছুড়েছে পুলিশ। পরে তারা পালিয়ে যায়।’

(দ্য রিপোর্ট/এমজে/এনডিএস/এএল/জানুয়ারি ৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর