thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

‘সহিংস কর্মকাণ্ডে জড়িতরা কোনো দলের না’

২০১৪ জানুয়ারি ০৭ ১৪:২৪:৪৭
‘সহিংস কর্মকাণ্ডে জড়িতরা কোনো দলের না’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বার্ন ইউনিটে অগ্নিদগ্ধদের দেখতে এসে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন সাংবাদিকদের বলেছেন, ‘নির্বাচনের কাজে দায়িত্বপ্রাপ্তরা নির্বাচনী সহিংসতায় আহত হয়েছেন। এদের মধ্যে আনসার, পুলিশ এবং প্রিজাইডিং অফিসারও আছেন। আর যারা এ সব সহিংস কর্মকাণ্ডে জড়িত তারা কোনো দলের না।’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মঙ্গলবার দুপুর ১টায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘যারা আহত হয়েছেন তারাও তো কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত নন। তারা শুধু তাদের কর্তব্য পালন করছিলেন। দায়িত্ব পালনকালে তারা আহত হয়েছেন।’

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব ড. মোহাম্মদ সাদিকসহ কয়েকজন কর্মকর্তা।

(দ্য রিপোর্ট/এনইউডি-এসআর/এনডিএস/শাহ/জানুয়ারি ৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর