thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

‘এরশাদ কখন ফিরবেন সেটা ডাক্তার জানেন’

২০১৪ জানুয়ারি ০৭ ১৪:১০:৪৩
‘এরশাদ কখন ফিরবেন সেটা ডাক্তার জানেন’

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এখনও সিএমএইচে চিকিৎসা নিচ্ছেন। উনি কখন সুস্থ হবেন এবং ফিরবেন সেটা ডাক্তার জানেন। আমি কিছু জানি না।’

মঙ্গলবার দুপুরে গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মাহমুদ বলেন, ‘আমরা শপথ নিব। সংসদে যাবো। জাতীয় পার্টি আগামী সংসদে বিরোধী দলেও থাকতে পারে আবার জাতীয় ঐক্যমত্যের সরকার হলে সেখানেও মন্ত্রী হতে পারে।’

তিনি বলেন, ‘সরকারের ভূমিকার কারণে এবার সহিংসতা অনেক কম হয়েছে। তবে দলীয় লোক দিয়ে সহিংসতা প্রতিরোধ না করে প্রশাসন দিয়ে প্রতিরোধ করা উচিৎ।’

এ ছাড়া ব্যারিস্টার আনিস বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি মধ্যবর্তী নির্বাচন দেওয়া উচিৎ।’

(দ্য রিপোর্ট/সাআ/এমসি/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর