thereport24.com
ঢাকা, শনিবার, ৪ মে 24, ২০ বৈশাখ ১৪৩১,  ২৫ শাওয়াল 1445

নাশকতায় ৫৩১ শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত

২০১৪ জানুয়ারি ০৭ ১৪:৩০:৩৮
নাশকতায় ৫৩১ শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম সংসদ নির্বাচনের ভোট গ্রহণের আগে নাশকতায় ৫৩১টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ক্ষতিগ্রস্ত ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন ফায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে মঙ্গলবার দুপুরে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রাথমিক বিদ্যালয় ৪১৯টি, উচ্চ বিদ্যালয় ৮২টি, মাদরাসা ২১টি এবং কলেজ ৯টি। প্রাথমিকভাবে আমাদের হাতে এ তথ্য আছে। আরও বিস্তারিত তথ্য আপনাদের কয়েকদিন পর জানাতে পারব।

শিক্ষামন্ত্রী এ সময় আরও জানান, ‘ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারাদেশের মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করে ১৩ জানুয়ারির মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির প্রতিবেদন পাওয়ার পর ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সংস্কারের ব্যবস্থা করা হবে।’

(দ্য রিপোর্ট/এসআর/এমসি/আরকে/জানুয়ারি ৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর