thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

মনিরামপুর পৌর মেয়র আটক, প্রতিবাদে বুধবার হরতাল

২০১৪ জানুয়ারি ০৭ ১৫:১০:৫৭
মনিরামপুর পৌর মেয়র আটক, প্রতিবাদে বুধবার হরতাল

যশোর সংবাদদাতা : যশোরের মনিরামপুর পৌরসভার মেয়র ও থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনকে আটক করেছে পুলিশ। প্রতিবাদে বুধবার মনিরামপুরে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে স্থানীয় ১৮ দল।

নিজ বাসভবন থেকে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় তাকে আটক করা হয়।

জেলা বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, মনিরামপুর বিএনপি সভাপতি ও পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন থানা ১৮ দলের আহ্বায়কও। তাকে বিনা কারণে আটকের প্রতিবাদে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে।

যশোর পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভোটের আগে এবং পরে মনিরামপুরে সহিংসতা ও নাশকতায় মদদের অভিযোগে শহীদ ইকবালকে আটক করা হয়েছে।’

(দ্য রিপোর্ট/জেএম/এনডিএস/সা/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর