thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

জয় আসছেন মঙ্গলবার সন্ধ্যায়

২০১৩ অক্টোবর ২৮ ২০:৫২:১৫
জয় আসছেন মঙ্গলবার সন্ধ্যায়

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফিরবেন। আসন্ন দশম জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে তিনি দেশে আসছেন। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেশে আসছেন সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে লন্ডন থেকে তিনি ঢাকা আসবেন। দেশে ফেরার পর নির্বাচন শেষ হওয়ার আগ পর্যন্ত সজীব ওয়াজেদ জয়ের দেশের বাইরে যাওয়ার সম্ভাবনা নেই।

নির্ভরযোগ্য সূত্রে আরো জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন সজীব ওয়াজেদ জয়। রংপুরের একটি আসন থেকে তার প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দেশে ফেরার পর তিনি প্রাথমিকভাবে রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন আসনে প্রচারণায় অংশ নিতে পারে বলে জানা গেছে।

(দিরিপোর্ট২৪/আমান/এইচএসএম/অক্টোবর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর