thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

‘প্রধানমন্ত্রী নির্বোধের মতো কথা বলেছেন’

২০১৪ জানুয়ারি ০৭ ১৫:৩৮:৪৮
‘প্রধানমন্ত্রী নির্বোধের মতো কথা বলেছেন’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী গণভবনে গণমাধ্যমের সামনে নির্বোধের মতো কথা বলেছেন। তার এই কথা শুনে মনে হয়েছে তিনি সুস্থ নন।’ জাতীয় প্রেস ক্লাবে মঙ্গলবার দুপুরে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই মন্তব্য করেছেন কৃষক শ্রমিক লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম এই সরকার সবাইকে নিয়ে নির্বাচন করবে। কিন্তু তিনি (শেখ হাসিনা) তা করেননি। এই সরকার নির্বোধ। দেশের মানুষ সরকারকে চায় না। এ কথা তিনি নিজেও জানেন। এই নির্বোধ সরকারের হাত থেকে যত তাড়াতাড়ি সম্ভব দেশের দায়িত্ব নিয়ে নিতে হবে।’

তিনি বলেন, ‘এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। আর বিরোধী দল ব্যর্থ হয়েছে দেশের মানুষের সুখ-দুঃখের খেয়াল রাখায়।’

তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, ‘আপনি এই প্রহসনের নির্বাচন সংশোধন করুন। এখনও সময় আছে সবাইকে নিয়ে সমঝোতা করে আবারও নির্বাচন করুন। তা না হলে আপনি ছালাও হারাবেন, আম হারাবেন।’

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘বিএনপি যে আন্দোলন করছে তা জ্বালাও-পোড়াও আন্দোলন। এই আন্দোলন বাংলার মানুষ চায় না। বাংলার মানুষ একটি সফল আন্দোলন চায়।’

সম্মেলনে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী সরকারকে অনুরোধ করে বলেন, ‘প্রহসন নির্বাচন সংশোধন করুন। আপনি যদি অনুরোধ না শোনেন তবে বাধ্য হয়ে আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে।’

তিনি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ আজ একটি অন্যায় যুদ্ধে পরাজিত হল। এই সরকার দেশের প্রতিনিধিত্ব করতে পারে না।’

এ ছাড়াও তিনি বলেন, ‘সরকার নির্বাচনের সময় একদিকে বিরোধী দলের নেতাকে অবরুদ্ধ করে রেখেছেন তার বাসায়। অন্যদিকে, এরশাদকে অসুস্থ বলে নির্বাচন থেকে দূরে সরিয়ে রেখেছেন।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আ স ম আব্দুর রব, মেজর (অবসরপ্রাপ্ত) আব্দুর মান্নান প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএম/এমসি/এমডি/সা/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর