thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

২০১৪ জানুয়ারি ০৭ ১৫:৫৮:৫০
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভুইয়াগাতী ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সায়দাবাদে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে।

পুলিশ জানায়, সলঙ্গায় ট্রাক চাপায় নূর মোহাম্মদ নামে এক পথচারী নিহত হয়েছে। নিহত পথচারী সলঙ্গা থানার লাঙ্গলমোড়া গ্রামের মৃত বানু মন্ডলের ছেলে। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা থেকে বগুড়াগামী মুরগীর খাদ্য বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-০৭৫২) হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের ভুইয়াগাতী বাসস্ট্যান্ডে পথচারীকে চাপা দিলে গুরুতর আহত হয়। পরে তাকে ভুইয়াগাতী একটি ক্লিনিকে ভর্তি করা হলে সে মারা যায়।

এ সময় ক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাংচুর করে চালক সুকুর মাহমুদ ও হেলপার আব্দুর রহিমকে আটক করে হাটিকুমরুল হাইওয়ে থানায় সোপর্দ করে। গ্রেফতারকৃতরা বগুড়া জেলার সাজাহানপুর থানার বাসিন্দা। এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলা হয়েছে।

অন্যদিকে, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সায়দাবাদে ট্রাক এক অজ্ঞাত ব্যক্তিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আশংকাজনক অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করার পর সকালে সে মারা যায়। এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরকে/এমসি/আরকে/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর