thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

সুপ্রিম কোর্টে স্বাভাবিক কার্যক্রমের দাবিতে মানববন্ধন

২০১৪ জানুয়ারি ০৭ ১৬:০১:১৩

দ্য রিপোর্ট প্রতিবেদক : হরতাল ও অবরোধ কর্মসূচির মধ্যেও সুপ্রিম কোর্টের বিচার কাজ স্বাভাবিকভাবে পরিচালনার দাবিতে মানববন্ধন করেছেন আওয়ামীপন্থী আইনজীবীদের একাংশ ।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে সাধারণ আইনজীবীদের ব্যানারে মঙ্গলবার দুপুর ১টার দিকে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও বারের সাবেক সম্পাদক অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন মেহেদীর নেতৃত্বে মানববন্ধনে অংশ নেন অ্যাডভোকেট কেএম সাইফুদ্দিন, সিনিয়র আইনজীবী ও সাবেক বিচারপতি মুনছুরুল হক চৌধুরী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, ডেপুটি আটর্নি জেনারেল আমিনুর রহমান রাজু ,অ্যাডভোকেট আজহারুল ভুঁইয়া প্রমুখ।

মানববন্ধনে তারা প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের প্রতি আদালতের কার্যক্রম স্বাভাবিকভাবে চালু করার দাবি জানান।

এ সময় বক্তারা বলেন, বিচারপ্রার্থী ও সাধারণ আইনজীবীদের দাবি অনুযায়ী হরতাল অবরোধেও আদালত চালু রাখা উচিত।

বক্তারা আরও বলেন, হরতাল-অবরোধের অজুহাতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সকল বিচারিক কার্যক্রম বন্ধ থাকতে পারে না। আদালতের স্বাভাবিক কাজ বন্ধ থাকায় বিচারপ্রার্থীরাও ভোগান্তিতে পড়ছেন বলেও অভিযোগ করেন তারা।

অন্যদিকে, একইসময়ে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের ব্যানারে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও সিনিয়র আইনজীবী আব্দুল বাসেত মজুমদারের নেতৃত্বে আদালত প্রাঙ্গণসহ দেশব্যাপী বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও মানুষ হত্যার প্রতিবাদে সাধারণ সভার আয়োজন করা হয়।

(দ্য রিপোর্ট/এসএ/কেএন/এমডি/সা/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর