thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

খালেদা জিয়ার বাসায় খাবার দিতেও বাধা

২০১৪ জানুয়ারি ০৭ ১৬:০৭:০৭
খালেদা জিয়ার বাসায় খাবার দিতেও বাধা

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বাসায় এবার খাবার প্রবেশে বাধা দেওয়া হয়েছে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য জেবা খান এ অভিযোগ করেন।

গুলশানে খালেদা জিয়ার বাসভবনে মঙ্গলবার বেলা আড়াইটার দিকে তিনি খাবার নিয়ে আসেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জেবা খানকে বাসায় প্রবেশে বাধা দেন।

জেবা খান দ্য রিপোর্টকে বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) দীর্ঘদিন অবরুদ্ধ আছেন। তার বাসায় লোক নেই, বাজারের অসুবিধা হচ্ছে কিনা- খোঁজ নিতে গেলে আমাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। আমি ম্যাডামের জন্য খাবার নিয়ে এসেছিলাম।’

তিনি অভিযোগ করেন, বেশ কিছুক্ষণ অপেক্ষার পর তারা (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) আমাকে বলেন, চলে যান, অন্যথায় গ্রেফতার করা হবে।’

(দ্য রির্পোট/এমএইচ/এমএআর/সা/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর