thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

‘খালেদাকে গ্রেফতারের দাবি ছাত্রলীগের

২০১৪ জানুয়ারি ০৭ ১৬:৩৩:৪৯
‘খালেদাকে গ্রেফতারের দাবি ছাত্রলীগের

ঢাবি প্রতিবেদক : বিরোধী দল আন্দোলন সংগ্রামের নামে সারাদেশে জ্বালাও-পোড়াও কর্মসূচি পালন করছে। আর এ সব কিছুর জন্য বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াই দায়ী। তাই তাকে গ্রেফতার করার দাবি জানিয়েছে ছাত্রলীগ।

সারাদেশে বিএনপি-জামায়াতে অগ্নিসংযোগ ও শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগ সভাপাতি এইচ এম বদিউজ্জামান সোহাগ এ দাবি তোলেন।

বদিউজ্জামান সোহাগ বলেন, জামায়াত-শিবির ও ছাত্রদল ক্যাডার সারাদেশে অরাজকতা সৃষ্টির উদ্দেশে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মঙ্গলবার দুপুরে ঢাবি ছাত্রলীগ এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

বদিউজ্জামান সোহাগ বলেন, জামায়াত-শিবির ক্যাডারদের যেখানে পাওয়া যাবে সেখানে গণধোলাই দিতে হবে।

ঢাবি ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর শরীফের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, আবু হানিফ, আব্দুল কাদের মহিউদ্দিন মাহি, নাইম হাসান, আব্দুল মমিন, শামসুল কবির রাহাত, আল মাহমুদ সরকার তারেক, দেলোয়ার হোসেন দিপু ও আবিদ আল হাসান।

(দ্য রিপোর্ট/জেএইচ/এসবি/সা/০৭ জানুয়ারি, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর