thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

বিশ্বনাথে আ.লীগ নেতার গোয়ালঘরে অগ্নিসংযোগ, আটক ১

২০১৪ জানুয়ারি ০৭ ১৬:৫২:০৮
বিশ্বনাথে আ.লীগ নেতার গোয়ালঘরে অগ্নিসংযোগ, আটক ১

সিলেট অফিস : সিলেটের বিশ্বনাথে নির্বাচন পরবর্তী সহিংসতার জেরে আওয়ামী লীগ নেতার গোয়ালঘর ও খড়ের ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

উপজেলার সদর ইউনিয়নের আতাপুর গ্রামের আওয়ামী লীগ নেতা রকন মিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা রকন মিয়ার ভাড়াটিয়া বসতঘর ও ধীতপুর গ্রামের মনতু মিয়ার দোকানঘরে অগ্নিসংযোগের চেষ্টা করে।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আতাপুর গ্রামের আয়ূব আলীর ছেলে আলতাব আলীকে (২২) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ নেতা রকন মিয়া বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেছেন।

আওয়ামী লীগ নেতা রকন মিয়া দ্য রিপার্টকে বলেন, ‘বিএনপি নেতা কপি, সুফি মিয়ার নেতৃত্বে অগ্নিসংযোগ করা হয়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

কপি মিয়া বলেন, ‘আওয়ামী লীগ নেতা রকন নিজে আগুন লাগিয়ে আমাদের ওপর মিথ্যা অভিযোগ করছেন।’

বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) মারফত আলী দুপুর ১২টায় অগ্নিসংযোগের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’

(দ্য রিপোর্ট/এমজে/এফএস/এনডিএস/সা/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর