thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

জামালপুরে ট্রাক ভাঙচুর, আটক ৩

২০১৪ জানুয়ারি ০৭ ১৬:৫৮:২৩
জামালপুরে ট্রাক ভাঙচুর, আটক ৩

জামালপুর সংবাদদাতা : জামালপুরে হারতালে ট্রাক ভাঙচুর করেছে হরতাল সমর্থকরা। এ ঘটনায় ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনকে আটক করেছে।

জামালপুর শহরের পাথলিয়া স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতর (এলজিইডি) মোড়ে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবর রহমান মজুমদার দ্য রিপোর্টকে জানান, এ ঘটনায় জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকটে দিদারুল ইসলামকে আটক করা হয়েছে। এ ছাড়া শহরের ছনকান্দা থেকে হারতালে পিকেটিং করার সময় রফিক ও কবির নামে আরও দুজনকে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানায়- জামালপুর শহরের পাথলিয়া স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) মোড়ে ট্রাক ভাঙচুর করে হরতাল সমর্থকরা। এ সময় ট্রাকচালক সুনিল বিশ্বাস মাথায় ও মুখে গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

(দ্য রিপোর্ট/এসআর/এমএইচও/সা/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর