thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

সাভারে ডাকাতি, আহত ৫

২০১৪ জানুয়ারি ০৭ ১৭:০৩:১২
সাভারে ডাকাতি, আহত ৫

সাভার সংবাদদাতা : সাভারে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা এ সময় পরিবারের সকল সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুটে নেয়।

সাভার পৌর এলাকার গেণ্ডা মহল্লার রেজাউর রহমান খানের বাড়িতে সোমবার রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। কাজে বাধা দেওয়ায় দুই নৈশপ্রহরীসহ পাঁচজনকে আহত করে তারা।

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। দ্য রিপোর্টকে তিনি জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক বা লুণ্ঠিত কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাতে অস্ত্রসহ ১০-১২ জনের একদল ডাকাত সাভার পৌর এলাকায় গেণ্ডা মহল্লার রহমান খানের বাড়ির গেটের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতির কাজে বাধা দিতে গেলে পরিবারের দুই সদস্য ডাকাতের অস্ত্রের আঘাতে আহত হন। পরে তারা পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙ্গে নগদ ১০ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালঙ্কার, ইলেকট্রনিক্স সামগ্রীসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুটে নেয়। এ দিকে ডাকাতদের উপস্থিতি টের পেয়ে ওই মহল্লার দুই নৈশপ্রহরী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীর সাহায্য চান। কিন্তু এলাকাবাসী আসার আগেই ডাকাতরা তাদের বেধে ফেলে মারধর করেন। এতে নৈশপ্রহরী আমির ও রানা গুরুতর আহত হন। পরে তাদের পার্শ্ববর্তী একটি নদীর তীরে ফেলে রেখে পালিয়ে যায় ডাকাতরা।

(দ্য রিপোর্ট/এনএইচ/এমএইচও/আরকে/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর