thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

চুয়াডাঙ্গায় সিইসির কুশপুত্তলিকা দাহ

২০১৪ জানুয়ারি ০৭ ১৭:০৮:১৪
চুয়াডাঙ্গায় সিইসির কুশপুত্তলিকা দাহ

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীনের কুশপুত্তলিকা দাহ করেছে জেলা বিএনপির নেতৃবৃন্দ। একই সাথে নিজ জেলা চুয়াডাঙ্গাতে তাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।

বিক্ষোভ মিছিল শেষে চুয়াডাঙ্গা জেলা বিএনপির নেতৃবৃন্দ মঙ্গলবার দুপুরে এই ঘোষণা দেন।

চুয়াডাঙ্গা শহরের শহীদ আবুল কাশেম সড়কের বিএনপির কার্যালয় থেকে মঙ্গলবার দুপুর ১২টার দিকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি শহরের শহীদ হাসান চত্বরে পৌঁছালে মিছিলকারীরা সিইসির কুশপুত্তলিকা দাহ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান নির্বাচন কমিশনারের নিজ জেলা চুয়াডাঙ্গাতে অবাঞ্চিত ঘোষণা করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- চুয়াডাঙ্গা জেলা বিএনপির সহ-সভাপতি এম জেনারেল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, দফতর সম্পাদক আসম আব্দুর রউফ, সদর উপজেলা বিএনপির সভাপতি শামীম রেজা ডালিম প্রমুখ।

(দ্য রিপোর্ট/এএইচ/এমএইচ/সা/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর