thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

যশোর ও দিনাজপুরে আক্রান্তদের পাশে সিপিবি

২০১৪ জানুয়ারি ০৭ ১৭:০৮:৫৮
যশোর ও দিনাজপুরে আক্রান্তদের পাশে সিপিবি

দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে পরে আক্রান্ত এলাকা মঙ্গলবার যশোর ও দিনাজপুর এলাকা পরিদর্শন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আলতাফ হোসাইন ও কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মেহেরুল ইসলামের নেতৃত্বে দিনাজপুরের কের্ণাই গ্রামে এবং সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আবুল হোসেন ও এস এ রশীদের নেতৃত্বে যশোরের অভয়নগরের চাপাতলা গ্রাম পরিদর্শন করে প্রতিনিধি দলটি।

সিপিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নেতারা আক্রান্ত হিন্দু সম্প্রদায়ের খোঁজ-খবর নেন। তাদের সাথে কথা বলেন ও সমবেদনা জানান।

আক্রান্তরা তাদের ক্ষোভ, হতাশা, অনিশ্চয়তা, আতংকের কথা এ সময় প্রতিনিধি দলকে জানান।

স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নেতৃবৃন্দ বলেন, বিএনপিকে সাথে নিয়ে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার মধ্য দিয়ে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির চক্র এখন অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিমূলে আঘাত হানছে। অবিলম্বে সরকারকে জামায়াত-শিবির নিষিদ্ধ করতে হবে। বিএনপিকে জামায়াতের সঙ্গ ত্যাগ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ অগ্নিসংযোগ, হামলা, লুটপাট, ভাঙচুরসহ বর্বর এই হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারী ও তাদের মদদদাতাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

(দ্য রিপোর্ট/এসএ/এসবি/সা/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর