thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

সাভারে শক্তিশালী টাইম বোমা উদ্ধার

২০১৪ জানুয়ারি ০৭ ১৭:১৬:০৩
সাভারে শক্তিশালী টাইম বোমা উদ্ধার

সাভার সংবাদদাতা : সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি শক্তিশালী টাইম বোমা উদ্ধার করেছে পুলিশ।

বাসস্ট্যান্ড এলাকার ফুট ওভারব্রিজের উপর থেকে মঙ্গলবার দুপুরে টাইম বোমাটি উদ্ধার করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল টাইম বোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। দ্য রিপোর্টকে তিনি জানান, নাশকতার জন্য শক্তিশালী টাইম বোমাটি ফুটওভারব্রিজের উপর রাখা ছিল। এটি প্রায় এক ফুট লম্বা ও পাচঁ ইঞ্চি প্রশস্ত। এ ছাড়া টাইম বোমাটির মধ্যে স্কচটেপ দিয়ে সার্কিট লাগানো ছিল। তিনি আরো জানান, টাইম বোমাটিতে খুবই উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তবে বোমাটি বিস্ফোরিত হলে ব্যাপক ক্ষয়ক্ষতি হত।

পথচারীরা জানায়, মঙ্গলবার দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ডের ফুটওভারব্রিজের উপরে একটি ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে যায়। পরে ব্যাগ খুলে বোমা সাদৃশ্য বোমাটি দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টাইম বোমাটি উদ্ধার করে।

(দ্য রিপোর্ট/এনএইচ/এমএইচও/এনএআর/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর