thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

১২ ঘণ্টা হরতাল বাড়ল

২০১৪ জানুয়ারি ০৭ ১৭:৪৮:২৫
১২ ঘণ্টা হরতাল বাড়ল

দ্য রিপোর্ট প্রতিবেদক : হরতাল আরও ১২ ঘণ্টা বাড়ানো হয়েছে। বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অনির্দিষ্টকালের রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের পাশাপাশি ৪৮ ঘণ্টার হরতাল বুধবার ভোরে শেষ হওয়ার কথা ছিল।

আটক নেতাকর্মীদের মুক্তি দাবিতে বর্ধিত এ হরতাল শেষ হবে বুধবার সন্ধ্যা ৬টায়।
একতরফা নির্বাচন বাতিলের দাবিতে সোমবার সকাল ৬টা থেকে এই হরতালের ডাক দেওয়া হয়।
বিএনপি ভাইস-চেয়ারম্যান সেলিমা রহমান গুলশান-২ এ নিজ বাসভবনে মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সাবেক এমপি ও বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও এমপি নাজিমউদ্দিন আহমেদের মুক্তির দাবিতে ৮ জানুয়ারি থেকে ১২ ঘণ্টা হরতাল বাড়ানো হয়েছে।

তিনি আরো বলেন, ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনকে কেন্দ্র করে রাস্ট্রসন্ত্রাসী হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় ১০ জানুয়ারি সারাদেশে মসজিদ মন্দিরে দোয়া প্রার্থনা দিবস পালন ও প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে ১১ জানুয়ারি সারাদেশে জেলা-উপজেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি অনির্দিষ্টাকালের অবরোধ অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির সহ দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহিন প্রমুখ।


(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/এসবি/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর