thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাসহ ৩ নেতা আটক

২০১৪ জানুয়ারি ০৭ ১৮:০১:৫৯
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাসহ ৩ নেতা আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনসহ বিএনপির ৩ নেতাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

জাতীয় প্রেস ক্লাবে মঙ্গলবার দুপুরে ‘৫ জানুয়ারি কলঙ্কিত নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় অংশগ্রহণ শেষে বের হওয়ার পথে খন্দকার মাহবুব হোসেনকে আটক করা হয়। অপরদিকে বিকেল ৩টার দিকে বারিধারা ডিওএইচএস থেকে বিএনপির সাবেক এমপি ও সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও এমপি নাজিমউদ্দিন আহমেদকে আটক করা হয়। তাদের সবাইকে ৩৬ মিন্টো রোডের ডিবি কার্যলয়ে নেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘সম্প্রতি খন্দকার মাহবুব নাশকতাকারীদের উদ্দেশে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। এ ছাড়াও হাইকোর্ট এলাকায় সহিংসতায় সম্মতিসহ একাধিক অভিযোগে খন্দকার মাহবুব হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, ‘রাজধানীর বারিধারার চার নম্বর রোডের ২৮৮ নম্বর বাসা থেকে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকসহ পাঁচ সংসদ সদস্যকে আটক করা হয়। পরে ফারুক, শিরিন সুলতানা ও হারুন-উর-রশিদকে ছেড়ে দেওয়া হয় এবং ফজলুল হক মিলন ও নাজিমউদ্দিন আহমেদকে আটক রাখা হয়।’

(দ্য রিপোর্ট/টিএস/কেজেএন/এনডিএস/আরকে/এনআই/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর