thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

২০১৪ জানুয়ারি ০৭ ১৮:৩১:০০
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

দ্য রিপোর্ট প্রতিবেদক : অনলাইন পত্রিকা দ্য রিপোর্ট ২৪ ডটকম -এ ৪ জানুয়ারি ‘জাপাকে নির্বাচনে রাখতে কোটি টাকা বিলি’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটিতে আবুল হাসান আহমেদ জুয়েল ব্যবহার করে প্রতিবেদক সংবাদ প্রকাশ করেছেন বলে প্রতিবাদ জানানো হয়েছে।

এই সংবাদের প্রতিবাদ করেছেন জাপার যুগ্ম-দফতর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল।

তিনি বলেছেন, ‘দ্য রিপোর্ট ২৪ ডটকম-এর প্রতিবেদক প্রকাশিত সংবাদে উল্লেখ করেছেন, আমি শুনেছি প্রথমে ১০ লাখ টাকা দেওয়া হয়েছে। পরে আরও ১৫ লাখ করে টাকা দেওয়ার কথা ছিল। তবে এই টাকা অনেকেই পাননি।’

সংবাদটির অপর এক অংশে একইভাবে আমার নাম ব্যবহার করে উল্লেখ করা হয়েছে- ‘জাপা সূত্রে জানা গেছে, কুমিল্লা -১ আসনের আবু জায়েদ আল মাহমুদ মাখন, জামালপুর-৪ আসনের ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ জোয়ার্দার, কুমিল্লা-৪ আসনের অধ্যাপক ইকবাল হোসেন রাজু, গাজীপুর-৪ আসনের ড. মিয়া মো. আনোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়ীয়া-১ আসনের রেজোয়ান আহমেদ, ব্রাহ্মণবাড়ীয়া-২ আসনের জিয়াউল হক মৃধা, ব্রাহ্মণবাড়ীয়া- ৪ আসনের কাজী মামুনসহ জাপার ৬৫ প্রার্থী যারা প্রতিন্দ্বন্দ্বিতা করছেন, তাদের মধ্যে ৩০ থেকে ৩৫ জন প্রার্থীকে সরকারের একটি সংস্থা অর্থ দিয়েছেন বলে জানিয়েছেন জাপা নেতা আবুল হাসান আহমেদ জুয়েল। তবে টাকা রওশন এরশাদের সম্মতিতেই বিলি হয়েছেও বলে দাবি করেন এ নেতা।

তিনি বলেন, ‘সংবাদটিতে আমার নাম ব্যবহার করে প্রতিবেদক অসত্য তথ্য প্রকাশ করেছেন। প্রকৃত পক্ষে ওই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে আমি উল্লেখ করেছি যে, সব নির্বাচনেই দলীয়ভাবে প্রার্থীদের সহযোগিতা করা হয়ে থাকে। প্রাথমিকভাবে সম্ভাব্য শক্তিশালী প্রার্থীদেরকে ১০ লাখ টাকা দেওয়া হয়েছে। তেমনি শক্তিশালী প্রার্থী না থাকায় গোপালগঞ্জ, নোয়াখালীসহ কিছু আসনে কোনো সহযোগিতা করা হয়নি।’

(দ্য রিপোর্ট/ সাআ/এমএইচও/এনডিএস/ এনআই/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর