thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

৩ মাসে অ্যাপার্টমেন্টের দাম কমেছে ৭ শতাংশ

২০১৪ জানুয়ারি ০৭ ১৮:৪০:১৫
৩ মাসে অ্যাপার্টমেন্টের দাম কমেছে ৭ শতাংশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : চলমান রাজনৈতিক অস্থিশীলতার কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে অ্যাপার্টমেন্টের দাম গত তিন মাসে ৭ শতাংশ হ্রাস পেয়েছে।

দেশের অনলাইনগুলোতে অ্যাপার্টমেন্ট বিক্রির বিজ্ঞাপন মূল্য তালিকা পর্যালোচনা করলে দেখা যায় যে, গত সেপ্টেম্বর থেকে অ্যাপার্টমেন্টের দাম ক্রমাগত কমছে। পাশাপাশি চলমান পরিস্থিতিতে প্রপার্টি ব্যবসায়ীদের মধ্যে অন-লাইনে জমি কেনা-বেচা ও অ্যাপার্টমেন্ট ভাড়া দেওয়ার প্রবণতা বাড়ছে।

অনলাইন মার্কেট প্লেস ‘বিক্রয় ডট কম’-এর মার্কেটিং ম্যানেজার ঈশিতা শারমিন জানান, ‘চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে গত সেপ্টেম্বর থেকে সব মিলিয়ে অ্যাপার্টমেন্টের দাম গড়ে ৭ শতাংশ কমেছে।’

বিক্রয় ডট কম-এর পরিসংখ্যান অনুযায়ী, গত সেপ্টেম্বর থেকে রাজধানীর উত্তরা এলাকায় অ্যাপার্টমেন্টের দাম কমেছে সবচেয়ে বেশি।

জানতে চাইলে ‘আটলান্টা হাউজিং’-এর মো. সাইফুল ইসলাম বলেন, ‘গত ২-৩ মাস ধরে প্রপার্টির দাম কমে যাচ্ছে এবং প্রপার্টি বিক্রি আগের মতো ভালো হচ্ছে না। প্রপার্টি মালিকদের নির্দিষ্ট এলাকায় দাম কমাতে হচ্ছে।’

‘নিরাপদ রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট’-এর হোসাইন-ই-কুদরত জানান, প্রপার্টির মূল্য উত্তরা, বাড্ডা এবং মিরপুরের মতো এলাকার দিকে কমে গেলেও ধানমন্ডির মতো অভিজাত এলাকাগুলোতে বাড়ছে।

(দ্য রিপোর্ট/এস আর/এসবি/আরকে/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর