thereport24.com
ঢাকা, রবিবার, ১২ মে 24, ২৯ বৈশাখ ১৪৩১,  ৪ জিলকদ  1445

সেলিমা রহমান আটক

২০১৪ জানুয়ারি ০৭ ১৯:১৬:৩৩
সেলিমা রহমান আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির ভাইস-চেয়ারম্যান সেলিমা রহমানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গুলশান-২ এর নিজ বাসভবন থেকে মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে তাকে আটক করা হয়।

এ ছাড়া বাড়ির কেয়ারটেকার নূর আলমকেও আটক করে নিয়ে যায় পুলিশ।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম তাদের আটকের বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় সেলিমা রহমান তার গুলশান-২ এর রোড নং ৬৭, বাড়ি নম্বর-১১ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ১২ ঘণ্টা হরতাল কর্মসূচি বাড়ানোর ঘোষণা দেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সাবেক এমপি ও বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন এবং এমপি নাজিমউদ্দিন আলমের মুক্তির দাবিতে ৮ জানুয়ারি ভোর ৬টা থেকে ১২ ঘণ্টা হরতাল, ১০ জানুয়ারি সারাদেশে দোয়া-প্রার্থনা দিবস, ১১ জানুয়ারি সারাদেশের জেলা-উপজেলা পর্যায়ে বিক্ষোভ করার ঘোষণা দেন সেলিমা রহমান। পাশাপাশি অনির্দিষ্টাকালের অবরোধ চলবে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/টিএস-কেজেএন-এমএইচ/এমএআর/ এনআই/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর