thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

গাজীপুর-৪ আসনের নির্বাচন প্রত্যাখ্যান পরাজিত প্রার্থীর

২০১৪ জানুয়ারি ০৭ ১৯:৪৫:৩০

দ্য রিপোর্ট প্রতিবেদক : গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের নির্বাচনী ফল প্রত্যাখ্যান করেছেন জাতীয় পার্টির পরাজিত প্রার্থী আনোয়ার হোসেন।

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই প্রত্যাখ্যানের ঘোষণা দেন তিনি। ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনে ভোট ডাকাতি ও গণতন্ত্র হত্যার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন আনোয়ার হোসেন।

তিনি নির্বাচন কমিশনকে উদ্দেশ করে বলেন, যদি নিরপেক্ষ থাকেন তাহলে কাপাসিযার ‘জারজ’ ফল বাতিল করে অবিলম্বে নির্বাচন দিন।

আনোয়ার হোসেন অভিযোগ করেন, ৫ জানুয়ারি বিকেলে প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে নাবালক বাচ্চাদের দিয়ে অবাধে ব্যালট পেপারে নৌকা মার্কায় সিল দিয়ে বাক্স ভর্তি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএম/এসবি/এনঅই/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর