thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

৬ জেলায় ১৬ জানুয়ারি পর্যন্ত সেনা মোতায়েন

২০১৪ জানুয়ারি ০৭ ১৯:৫৫:৪৭
৬ জেলায় ১৬ জানুয়ারি পর্যন্ত সেনা মোতায়েন

মাহফুজ স্বপন, দ্য রিপোর্ট : দশম জাতীয় সংসদ নির্বাচনে আটটি আসনের স্থগিত কেন্দ্রে ভোট নেওয়ার কারণে ৬টি জেলায় সেনা মোতায়েন অব্যাহত থাকবে। নাম প্রকাশ না করার শর্তে একজন কমিশনার এ তথ্য জানিয়েছেন।

৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে সরকারবিরোধী জোটের প্রতিরোধের মুখে এবং ব্যালট পেপার ছিনতাই ও ভোট কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় এ আসনগুলোতে ভোট স্থগিত করা হয়। আসনগুলো হলো- দিনাজপুর-৪, কুড়িগ্রাম-৪, বগুড়া-৭, গাইবান্ধা ১, ৩, ৪, যশোর-৫ ও লক্ষ্মীপুর-১।

৫ জানুয়ারি নির্বাচনে এ সব আসনে আগে থেকেই সেনা মোতায়েন ছিল। ৯ জানুয়ারি পর্যন্ত দেশের নির্বাচন সংশ্লিষ্ট আসনগুলোয় সেনা মোতায়েন থাকবে। তবে আগামী ১৬ জানুয়ারি ৮ আসনের স্থগিত ভোট কেন্দ্রে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ায় সংশ্লিষ্ট ৬টি জেলায় সেনা মোতায়েন অব্যাহত থাকবে। তবে কতদিন তারা মাঠে থাকবে তা এ কমিশনার নিশ্চিত করেননি।

ইসি সূত্র জানায়, আসনগুলোতে আগে থেকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে না রাখলে ভোটারদের কেন্দ্রে পাঠানো যাবে না। তাই মঙ্গলবারের কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়। তবে এ বিষয়ে সশস্ত্র বাহিনীর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান এ কমিশনার।

এদিকে মঙ্গলবার অনানুষ্ঠানিকভাবে ইসি নির্বাচনে প্রদত্ত ভোটের একটি পরিসংখ্যানে দেখিয়েছে ১৩৯টি আসনে মোট প্রদত্ত ভোটের হার শতকরা ৩৯ দশমিক ৮৩ শতাংশ। এই আসনগুলোতে স্থগিত ২০৫টি কেন্দ্রের ভোটার সংখ্যা হিসাবে ধরলে ৪০.৫৬ শতাংশ দাঁড়ায়।

(দ্য রিপোর্ট/এমএস/এনডিএস/ এনআই/জানুয়ারি ০৭,২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর