thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

ফরিদপুরে স্কুলছাত্রের জবাই করা লাশ উদ্ধার

২০১৪ জানুয়ারি ০৭ ২০:০৮:১৮
ফরিদপুরে স্কুলছাত্রের জবাই করা লাশ উদ্ধার

ফরিদপুর সংবাদদাতা : ফরিদপুরে দশম শ্রেণীর ছাত্র ইমনের জবাই করা লাশ উদ্ধার করা হয়েছে। বালুধুম গ্রামের একটি চক থেকে মঙ্গলবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত ইমনের বাড়ি চরমাধবদিয়া ইউনিয়নে। সে স্থানীয় চরমাধবদিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। তার বাবার নাম শামসুল হক সোনা মিয়া।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দ্য রিপোর্টকে জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে ইমনের জবাই করা লাশ উদ্ধার করা হয়েছে। ইমনের পরিবারের পক্ষ থেকে সোমবার হারুন, জামালসহ চারজনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করা হয়।

আসামিদের আটক করার চেষ্টা চলছে। তাদের আটক করা গেলে আসল ঘটনা জানা যাবে বলেও জানান তিনি।

ইমনের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ইমনকে স্থানীয় এক যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

ইমনের পরিবারের কাছে রবিবার মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করা হয়। বিষয়টি নিয়ে ইমনের পরিবারের পক্ষ থেকে অপহরণকারীদের সঙ্গে অনেকবার কথা বলা হয়। অপহরণকারীরা সোমবারের মধ্যে মুক্তিপণের টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়।

(দ্য রিপোর্ট/এসএইচ/এমএইচও/ এনআই/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর