thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

যশোর মালোপাড়া পর্যন্ত রোডমার্চ করবে গণজাগরণ মঞ্চ

২০১৪ জানুয়ারি ০৭ ২০:১০:৫০
যশোর মালোপাড়া পর্যন্ত রোডমার্চ করবে গণজাগরণ মঞ্চ

ঢাবি প্রতিবেদক : সাম্প্রদায়িক সহিংসতার শিকার দেশের দরিদ্র ও সংখ্যালঘু জনগোষ্ঠীর সহায়তায় হাত বাড়িয়ে দিল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চ। এ লক্ষ্যে গণজাগরণ মঞ্চ ১০ ও ১১ জানুয়ারি ঢাকা থেকে যশোর মালোপাড়া পর্যন্ত ‘সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে রোডমার্চ’করবে।

একই সঙ্গে সারা দেশের যে সব এলাকায় এমন হামলা হচ্ছে ও হামলার আশঙ্কা রয়েছে, ওই এলাকাগুলোর জনসাধারণ বিশেষ করে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সব তরুণকে নিয়ে স্থানীয় পর্যায়ে ‘সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ কমিটি’ গঠন করা হবে।

প্রজন্ম চত্বরে এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার বিকেলে মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে মঞ্চের মুখপাত্র ডা. ইমরান বলেন, ‘সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে আমরা শাহবাগে একটি সমন্বয় সেল গঠন করছি। এই সেল থেকে সারা দেশের দরিদ্র নির্যাতিত পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য শাহবাগে ত্রাণ সংগ্রহ করা হবে।’

সাম্প্রতিক সহিংসতায় জড়িতদের শাস্তির দাবিতে সরকারের কাছে তিন দফা দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ। দাবিগুলো হলো- সাম্প্রদায়িক সন্ত্রাস রোধে কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করে আলাদা আইন প্রণয়ন করতে হবে, সাম্প্রতিক প্রতিটি নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীকে অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার, ট্রাইব্যুনালে এদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাসহ সারাদেশে আক্রান্ত পরিবারগুলোর ক্ষতি নিরূপণ করে তাদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার দাবিগুলো বাস্তবায়নে সরকারকে এক মাসের সময় বেধে দেন।

তিনি বলেন, ‘এই অসহনীয় পরিস্থিতি একদিনে সৃষ্টি হয়নি। রাজনৈতিক কারণে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলমান, বিশেষ করে গত এক বছর ধরে জামায়াত-শিবিরের এ হামলা প্রকাশ্যে-অপ্রকাশ্যে বহুগুণে বৃদ্ধি পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান অশান্ত রাজনৈতিক পরিস্থিতিতে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা প্রতিরোধে সারাদেশে প্রশাসনের ব্যর্থতায় আমরা ক্ষুব্ধ। বিভিন্ন স্থানের আক্রান্তদের যে ভাষ্য সংবাদ মাধ্যমে উঠে এসেছে তাতে এ কথা পরিষ্কার যে আক্রান্তরা প্রশাসন থেকে পর্যাপ্ত নিরাপত্তা পাননি। এমনকি হামলার পরে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেফতার করারও কোনো লক্ষণ নেই। আমরা এ সব হামলার তীব্র নিন্দা জানাই।’

(দ্য রিপোর্ট/ জেএইচ/এমএইচও/এনডিএস/ এনআই/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর