thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

ভোলায় বুধবার সকাল-সন্ধ্যা হরতাল

২০১৪ জানুয়ারি ০৭ ২০:১৩:১৩
ভোলায় বুধবার সকাল-সন্ধ্যা হরতাল

ভোলা সংবাদদাতা : জেলা যুবদলের সভাপতি ইযারুল আলম লিটনকে (৪৬) গ্রেফতারের প্রতিবাদে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ভোলা জেলা যুবদল।

জেলা যুবদলের জরুরি বৈঠকে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ হরতালের আহ্বান করা হয়।

ভোলার কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সদস্য আব্দুল কাদের সেলিম জানান, যুবদলের সভাপতিকে পুলিশ মঙ্গলবার সকালে গ্রেফতার করেছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলাব্যাপী হরতাল চলবে।

ভোলা সদর থানার পুলিশ দ্য রিপোর্টকে জানান, ২ ডিসেম্বর পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় দায়ের করা পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/জেএসবি/এমএইচও/ এনআই/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর