thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

নির্বাচনোত্তর সহিংসতায় এফবিসিসিআই’র উদ্বেগ

২০১৪ জানুয়ারি ০৭ ২০:২১:৪৯
নির্বাচনোত্তর সহিংসতায় এফবিসিসিআই’র উদ্বেগ

দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচনোত্তর রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে এফবিসিসিআই। একইসঙ্গে সংগঠনটি সহিংস ও সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর সভাপতি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য কাজী আকরাম উদ্দিন আহমদ মঙ্গলবার এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক সহিংসতায় ব্যবসায়ী সম্প্রদায়সহ রাজনৈতিক নেতাকর্মীদের ওপর বর্বর আক্রমণ ও সহিংসমূলক কর্মকাণ্ডের ঘটনায় ব্যবসায়ী সমাজকে আতঙ্কিত করে তুলছে। এতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করার পাশাপাশি জাতির বৃহত্তর উন্নয়ন ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবে।

(দ্য রিপোর্ট/এআই/এসবি/আরকে/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর