thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

অর্থমন্ত্রীর সিলেটের বাসভবনে ককটেল হামলা

২০১৪ জানুয়ারি ০৭ ২০:৫৩:৪৭
অর্থমন্ত্রীর সিলেটের বাসভবনে ককটেল হামলা

সিলেট অফিস : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সিলেটের বাসভবন লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৮টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আইয়ুব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৮/১০ জনের সংঘবদ্ধ দুর্বৃত্তদল রাত ৮টা ৩৫ মিনিটে নগরীর ধোপাদিঘীর পাড়ের অর্থমন্ত্রীর হাফিজ কমপ্লেক্স বাসভবনের সীমানা প্রাচীর লক্ষ্য করে ৮/১০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ তাদের লক্ষ্য করে ১৫ রাউন্ড শটগানের গুলি ছোড়ে।

তিনি আরো জানান, ওই ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে।

দুর্বৃত্তদের ধরতে অভিযান পরিচালিত হচ্ছে বলেও জানান মো. আইয়ুব।

(দ্য রিপোর্ট/এমজে/এমএআর/এনআই/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর