thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

গাজীপুরে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

২০১৪ জানুয়ারি ০৭ ২১:০৮:৫৫
গাজীপুরে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুর সংবাদদাতা : গাজীপুর জেলা শহরের রথখোলা এলাকা থেকে শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলামের স্ত্রী সুফিয়া ইসলামের (৩২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে জয়দেবপুর থানা পুলিশ।

সুফিয়া ইসলামকে রথখোলার ভাড়া বাসা থেকে মঙ্গলবার সকাল ৯টার দিকে বৈদ্যুতিক পাখার সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। পরে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বামী আমিনুল ইসলাম ঢাকার আশুলিয়ায় শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার।

ঢাকার আশুলিয়ায় শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি দ্য রিপোর্টকে জানান, এএসপি আমিনুলের বাড়ি কুড়িগ্রামের রৌমারী এলাকার রঘুমারি এলাকায়। তিনি সপরিবারে রথখোলার ১২৪/১৯ ব্লক-এ রথখোলা এলাকার আব্দুল করিমের বাসায় ভাড়া থাকতেন।

জয়দেবপুর থানার এসআই বাসেদ দ্য রিপোর্টকে জানান, এএসপি আমিনুল কর্মস্থলে ছিলেন। সকালে বৈদ্যুতিক পাখার সঙ্গে সুফিয়া ইসলামকে ঝুলে থাকতে দেখে তাদের ছেলে সিয়াম মুঠোফোনে তার বাবাকে জানায়। আমিনুল ইসলামের বরাত দিয়ে ওই কর্মকর্তা আরো জানান, নিহত সুফিয়া ইসলাম কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল।

মৃতদেহ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলে জানান তিনি। তবে সুফিয়া ইসলাম কী কারণে আত্মহত্যা করেছেন তা জানাতে পারেননি।

(দ্য রিপোর্ট/এমএমএফ/এমএইচও/এপি/আরকে/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর