thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

উদয় পোস্ট-পেইড গ্রাহকদের জন্য ক্রেডিট কার্ড চালু

২০১৪ জানুয়ারি ০৭ ২১:২৭:০৫
উদয় পোস্ট-পেইড গ্রাহকদের জন্য ক্রেডিট কার্ড চালু

দ্য রিপোর্ট প্রতিবেদক : নতুন বছরের শুরুতে উদয় পোস্ট-পেইড গ্রাহকদের জন্য ভিসা ক্রেডিট কার্ড চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। বেসরকারি ব্যাংক ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) সঙ্গে যৌথ ব্র্যান্ডের এই ভিসা ক্রেডিট কার্ডটি হচ্ছে ‘রবি-ইবিএল’।

রবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বলা হয়, রবি উদয় পোস্ট পেইডের গ্রাহকরা এ সেবা উপভোগ করতে পারবেন। গ্রাহকরা প্লাটিনাম ও গোল্ড- এ দুই ধরনের ভিসা কার্ড ব্যবহারের সুযোগ পাবেন। এই কার্ড ব্যবহারকারীরা লোকাল ভয়েস কলের পোস্টপেইডের মাসিক বিলে ৫ শতাংশ ছাড় ও বিনামূল্যে আন্তর্জাতিক রোমিং সেবা উপভোগ করতে পারবেন। রবি-ইবিএল কার্ডের কোন ইস্যু ফি নেই ও গ্রাহকরা বছরে ১৮টি ট্রানজেকশনের মাধ্যমে বার্ষিক ফি মওকুফের সুযোগ পাবেন।

রবি-ইবিএল প্লাটিনাম কার্ড ব্যবহারকারীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা লাউঞ্জে প্রবেশের অনুমতি পাবেন এবং শিগগিরই বিমানবন্দরটিতে ‘ইবিএল স্কাই লাউঞ্জ’ চালু করা হবে। এ ছাড়া তারা বিনামূল্যে ‘ইবিএল স্কাই মাইলস’ প্রোগ্রামে যোগদানের সুযোগ পাবেন।

কার্ডের নতুন গ্রাহকদের বিনামূল্যে একটি রবি উদয় পোস্ট পেইড সংযোগ প্রদান করা হবে। এ ছাড়া তারা দেশের ১০০টিরও বেশি শীর্ষস্থানীয় আউটলেটে এবং বিশ্বজুড়ে ২০০টি গলফ ক্লাব ও ৩ হাজার ৫০০টি হোটেলে মূল্য ছাড় উপভোগ করতে পারবেন। এ ছাড়া রবি-ইবিএল কার্ড ব্যবহারকারীরা বৃহত্তম অনলাইন হোটল বুকিং সাইট ‘অ্যাগোডা’তে অনলাইনে বুকিং দেওয়ার সুযোগ গ্রহণ ও মূল্য ছাড় উপভোগ করতে পারবেন।

আগ্রহীরা যে কোন রবি ওয়াক ইন সেন্টার (ডব্লিওআইসি) অথবা ইবিএল’র শাখা থেকে নিবন্ধনপত্র সংগ্রহ করতে পারবেন।

(দ্য রিপোর্ট/এস আর/এসবি/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর